রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

খুলনা জেলা যুবদলের উদ্দ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

নিজস্ব প্রতিবেদক | আপডেট: শনিবার, নভেম্বর ২৯, ২০২৫

খুলনা জেলা যুবদলের উদ্দ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
সাঈয়েদুল মুরছালীন মিরাজঃ
সাবেক প্রধানমন্ত্রী  বেগম খালেদা জিয়া   দলমত নির্বিশেষে সব শ্রেণীপেশার মানুষের কাছে তিনি শ্রদ্ধার পাত্র। গণতন্ত্রের জন্য সংগ্রাম করে আপসহীন খেতাব পাওয়া  এই নেত্রী এখন হাসপাতালে শয্যাশায়ী।  বার্ধক্যজনিত নানা ব্যাধিতে ভুগছেন তিনি । গত ৬ দিন যাবত রাজধানীর এভারকেয়ারের সিসিইউতে চিকিৎসকদের  গভীর পর্যবেক্ষণে রয়েছেন।
চিকিৎসকদের মতে, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন। মেডিকেল বোর্ডের সদস্যরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে তাকে চিকিৎসা দিয়ে যাচ্ছেন । 
 প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস সাবেক এই প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান।  
গণতান্ত্রিক আন্দোলনে বড় অবদান রেখেছেন বেগম খালেদা জিয়া। তিনি সারাজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। তিনি কারাভোগ করেছেন, নির্যাতিত হয়েছেন।
শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুম্মা দলের পক্ষ থেকে গণতন্ত্রের নেত্রী, গণতন্ত্রের মাতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সারাদেশের জনগণের কাছে দোয়া চাওয়া হয় ও মসজিদে মসজিদে  দোয়া করা হয়।
সাবেক প্রধানমন্ত্রী  বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আজ শনিবার (২৯ তারিখ) খুলনা জেলাযুবদলের পক্ষ থেকে গল্লামারি বুড়ো মৌলভির দরগাহ শরিফে দোয়ার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা  জেলা যুবদলের সদস্য সচিব শেখ নাদিমুজ্জামান জনি ভাই সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ও জনসাধারন।
0 Comments